জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে রমজান ও ঈদ উপহার দিতে যাওয়ার সময় ‘দুর্ঘটনার’ শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছআ) নেতাকর্মীরা।
তবে এই ‘দুর্ঘটনা’কে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বৈছআর সদস্য সচিব মো. হাফিজুল ইসলাম।
বুধবার (১৯ মার্চ) সিলেটের গোপালগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
নিজের ফেসবুক আইডিতে হাফিজুল ঘটনার বিষয়ে লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের জন্য রমজানের কিছু উপহার নিয়ে তাদের বাড়িতে যাবার পথে গোলাপগঞ্জ রোডে একটি বাস পেছন থেকে আমাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে ২-৩ জন আহত হইছে। তবে সিরিয়াস আহত কেউ হয়নি। আল্লাহ সবাইকে দ্রুত সুস্থ করে দিন।’
এই ঘটনাটিকে পূর্বপরিকল্পিত দাবি করে তিনি বলেন, ‘এরপর উল্টো ওই বাস ড্রাইভারের লোকজন আমাদের ওপর আক্রমণ করে। এটা পরিকল্পিত। কারণ তাদের কিছু লোক আগে থেকেই রেডি ছিল। যারা আমাদের ওপর হামলা করে। তবে স্থানীয়রা আমাদের সার্পোট দিয়েছে।’