অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৪:৫৭ পিএম

অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২০ মার্চ) ভোর ছয়টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিকরগাছার গদখালি এলাকার নাজমা খাতুন (৫০), একই উপজেলার বামনালী গ্রামের হাসান ইকবাল (৩০) ও তার কন্যা রত্না খাতুন (১২)।

এ ঘটনায় ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, ওই অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলো। অপর দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে  ঘটনাস্থলে নারী শিশুসহ তিনজনের  মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরবি/জেডি

Link copied!