ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ছিদ্দিকী সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে আর রাজনীতি না করার অঙ্গীকার করলেন।
১৯ মার্চ বুধবার দুপুরে কাঠালিয়া প্রেসক্লাবের মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ছিদ্দিকী লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, বিগত ২০১৭ সাল থেকে আমি কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম। আজ ১৯ মার্চ আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করলাম।
কখনও আওয়ামী লীগ কিংবা অন্য কোন রাজনৈতিক দলের সাথে জড়িত হবো না।
পদত্যাগের কারন হিসেবে আওয়ামী লীগের এ নেতা জানান, আমি ছারছিনা পীর সাহেবের অনুসারী, ছারছীনার অনুসারিরা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারে না।
তাই পীর সাহেবের পরামর্শক্রমে আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি।