ন্যাশনাল ইনিস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় ১৬ তলার ছাদ থেকে লাফিয়ে পলাশ বিশ্বাস (৩২) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মার্চ) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
চিকিৎসক শাওন বিন রহমান জানান, গত ৬ মার্চ শ্বাসনালী দগ্ধ হয়ে পলাশ বিশ্বাস ইনস্টিটিউটে ভর্তি হন। প্রথমে আইসিইউতে রাখা হলেও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১৭ মার্চ তাকে ৬ষ্ঠ তলার এইচডিইউতে স্থানান্তর করা হয়। আজ ভোরে তিনি একাই জরুরি বহির্গমন দরজা দিয়ে বের হয়ে লিফটে ১৬ তলার ছাদে যান এবং সেখান থেকে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, গাজীপুরের টঙ্গীতে একটি ওয়াশিং প্লান্টে কাজ করার সময় অগ্নিকাণ্ডে তার শ্বাসনালী দগ্ধ হয়। ভর্তি হওয়ার পর থেকে ১১ দিন আইসিইউতে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয় এবং তিনি অসংলগ্ন কথাবার্তা বলতেন। আজ তার মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা ছিল।
এ ঘটনায় মৃতের ছোট ভাই অলক বিশ্বাস জানিয়েছেন, আমার ভাই টঙ্গীতে একটি গার্মেন্টেসের কালার ওয়াশিং প্লান্ট এ কাজ করার সময়ে যে কোনোভাবে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে গত ৬ মার্চ বার্ন ইনিস্টিউটে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিল। গত দুদিন আগে তাকে এইচডি-ইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ভাইকে দেখে আমি বিশ্রামে যাই। পরবর্তী সময়ে ভোরে সেখানে কর্তব্যরত নার্সরা ভাইকে রুমের বেডে না দেখতে পেয়ে তারা আমাকে জানান।
পরে খোঁজ-খবর নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন চাঁনখারপুল সংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভেতরে তার মরদেহ পড়ে আছে। সিসিটিভি দেখে জানা যায় লোকটি প্রথমে এইচডিইউ থেকে বের হয়ে তৃতীয় তলায় যায়। ধারণা করা হচ্ছে, সেখান থেকে একটি লিফটে করে ১৫ তলার ছাদে চলে যান। আর সেখান থেকে লাফ দেন।
আপনার মতামত লিখুন :