বড়াইগ্রামে সাধু যোসেফের মহাপর্ব উৎসব

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৫:৩৫ পিএম

বড়াইগ্রামে সাধু যোসেফের মহাপর্ব উৎসব

নাটোরের বড়াইগ্রামের কুমরুল খ্রিস্টান উপ-ধর্মপল্লীর গীর্জা প্রাঙ্গণে সাধু যোসেফের ৯ম মহাপর্ব উৎসব অনুষ্ঠিত হয়েছে।

কুমরুল আদিবাসী খ্রিস্টান ধর্মপল্লীর উদ্যোগে বুধবার দিনব্যাপী এই মহাপর্ব উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পবিত্র খ্রীস্টযাগ উৎসর্গের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান।

বনপাড়া ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার ড. শংকর ডমিনিক গমেজ পবিত্র খ্রিস্টযাগ পরিচালনা করেন।

এ সময় সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ফাদার সানি কস্তা, ফাদার রহিত মৃ, ফাদার দীপক কস্তা, ফাদার সুরেশ পিউরিফিকেশন, ফাদার বিশ্বনাথ মারান্ডি সহ অন্যান্য ব্রতচারিণীগণ।

কুমরুল আদিবাসী খ্রিস্টান উপ-ধর্মপল্লীর সভাপতি সলেমান বিশ্বাসের সভাপতিত্বে খ্রিস্টযাগ পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন বাবু আলবিন বিশ্বাস ও দিলীপ বিশ্বাসসহ অন্যান্যরা। 
পরে স্থানীয় আদিবাসীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরবি/আবু

Link copied!