নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতি গ্রামে গলায় ফাঁস দিয়ে অসিত ভাদুরি (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত (১৮ মার্চ) রাতে অসিত ভাদুরি রাতের খাবার খেয়ে কীর্তন দেখতে বের হন। পরে রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে তার বাবা অজিত ভাদুরি তাকে বাসায় ফিরতে দেখেন। এরপর তিনি ঘুমাতে যান।
পরে (১৯ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে অসিতের মা ডলি রানী ভাদুরি ঘরের বাইরে বের হয়ে দেখেন, অসিত বেল গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। তখন তিনি চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন এবং দ্রুত তাকে নিচে নামান। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নেওয়ার প্রস্তুতি নিলে এরমধ্যেই তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :