বিএনপির ‘ইফতার মাহফিলে’ দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৮:১৭ পিএম

বিএনপির ‘ইফতার মাহফিলে’ দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) বিকেলে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিকেলে বিএনপির দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা খবর পেয়েছে। তবে আমাদের কাছে আসেননি। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

আরবি/এসএমএ

Link copied!