গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পৌর বিএনপি আয়োজিত শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ওলামা দল নেতা পীরজাদা রুহুল আমীন মোমতাজী, থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, সিরাজ উদ্দিন, শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান, কাইয়া প্রমুখ।
এসময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অন্যদিকে শ্রীপুর ও গাজীপুর সদরে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রীপুর উপজেলা শাখা।

বুধবার শ্রীপুরের মাওনা চৌরাস্তার সুপারস্টার চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিলে শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনায় করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবুল কালাম আজাদ। এসময় শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদরে কর্মরত প্রায় শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
ইফতারির আগ মূহুর্তে প্রধান অতিথির বক্তব্যে ড. জাহাঙ্গীর আলম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। ৫ আগস্টের আগে গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয় ছিলো। বর্তমানেও তারা দেশ বিনির্মাণে আমাদের পাশেই আছেন। আমরা সব সময় সাংবাদিকদের পাশে আছি এবং থাকবো।