মোবাইল চুরি সন্দেহে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০১:৪৮ এএম

মোবাইল চুরি সন্দেহে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন

ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোনার মদনে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে শিশুদের উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

বুধবার দুপুরে মদন পৌরসভার কৃষি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নির্যাতিত এক শিশুর চাচা মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, মদন পৌরসভার কৃষি অফিসের সামনে একটি বাস থেকে মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে তিনটি মোবাইল ফোন চুরি হয়।

সন্দেহের বশে বুধবার সকালে দুই শিশুকে চুরির অপবাদ দিয়ে নারকেল গাছে বেঁধে নির্যাতন করা হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে হেফাজতে নেয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে সুকেল মিয়া (২৬) ও জয়নাল (১৯) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

নির্যাতনের শিকার এক শিশুর চাচা জানান, "যদি তারা চুরি করে থাকে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

কিন্তু এভাবে শিশুদের গাছে বেঁধে নির্যাতন করা অমানবিক ও অগ্রহণযোগ্য। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"

মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, "সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শিশুদের উদ্ধার করা হয়েছে।

তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে।"

আরবি/জেডআর

Link copied!