ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বগুড়ায় শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৮:৩৩ পিএম

বগুড়ায় শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

ছবি: রূপালী বাংলাদেশ

২১ শতক জমির বিরোধে বগুড়ার ধুনটে কলেজ শিক্ষার্থী সবুজ ইসলাম হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা- ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি এলাকার হত্যা মামলার প্রধান আসামি আবুল কালাম (৫৫), তার দুই ছেলে বেলাল হোসেন (৩০), বিপ্লব (২৫) এবং সিরাজগঞ্জ সদরের আকবয়রা এলাকার কাওছার (২৫)। 

বুধবার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে তারা গাজীপুর শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় আত্মগোপনে ছিল। গত মঙ্গলবার র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মামলার প্রধান আসামি কালাম, ৬নং আসামি বেলালের সঙ্গে আত্মগোপনে ছিলেন হত্যায় জড়িত বিপ্লব এবং কাওছার।

গত ১৫ আগস্ট ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি মাঠে প্রতিপক্ষের হামলায় খুন হন সবুজ ইসলাম (২৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ও গজিয়াবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে। ১৭ আগস্ট নিহত সবুজের বড় বোন নুরজাহান খাতুন বাদি হয়ে পিটিয়ে হত্যার অভিযোগ এনে ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। 

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, গজিয়াবাড়ি মাঠে ২১ শতক জমি নিয়ে চাচাতো ভাই আবুল কালামের সঙ্গে নুরজাহান খাতুনের পরিবারের বিরোধ ছিল। ঘটনার দিন স্বামী, সন্তান ও ভাইদের সাথে নিয়ে বিবদমান জমিতে ফসল পরিচর্যা করছিলেন নুরজাহান। সেসময় তাদের ওপর হামলা করে প্রতিপক্ষ কালামসহ তার লোকজন। মারপিটে কলেজ শিক্ষার্থী সবুজসহ তিনজন আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সবুজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান।


 

আরবি/জেডআর

Link copied!