ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

নাটোরে ডাকাতি হওয়া স্বর্ণ ও টাকাসহ গ্রেপ্তার ৪

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৫:০৪ পিএম

নাটোরে ডাকাতি হওয়া স্বর্ণ ও টাকাসহ গ্রেপ্তার ৪

ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরে মুখোশ পড়ে অস্ত্রের মুখে জিম্মি করে লুট হওয়া স্বর্ণ ও নগদ টাকা উদ্ধারসহ ৪ ডাকাতকে গ্রেপ্তা্র করেছে পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করেন ।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন-নাটোর শহরের আলাইপুর এলাকার মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে মো. রনি (৩৬), শহরের তেবাড়িয়া এলাকার মৃত. হারুন আলীর ছেলে মো. সবুজ আলী (২৭), সিংড়া উপজেলার বিলদহর দড়িমহিষমারী এলাকার মো. আতারুলের ছেলে মো. এনামুল হক (২৮) এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার দাড়িঁয়াগাথি এলাকার মৃত. নিরেন চন্দ্রের ছেলে শ্রী মিন্টু কুমার (৩২)।

পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, মঙ্গলবার ভোর রাতে মীরপাড়া এলাকায় জেলা প্রাণি সম্পদ হাসপাতালের পাশে উত্তম কুমার সাহার বাড়িতে অজ্ঞাত ৫/৬ জন ব্যক্তি মুখোশ পড়ে হাতে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি থেকে ২ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণলংকার ও নগদ ১১ হাজার টাকা লুন্ঠন করে নিয়ে যায়। একই সময় শহরের পালপাড়া এলাকার স্বপন কুমার কুন্ডুের বাড়িতে একই কায়দায় প্রবেশ করে বাড়ি থেকে ৬ ভরি ৮ আনা ওজনের বিভিন্ন স্বর্ণলংকার, নগদ ৭০ হাজার টাকা, একটি মোবাইল ফোন লুন্ঠন করে ডাকাতরা। এ ঘটনার পর গতকাল বুধবার বাড়ির মালিক উত্তম কুমার সাহার ও স্বপন কুমার কুন্ডু থানায় লিখিত এজাহার দায়ের করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ অফিসার-ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। পরে বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে নওগাঁ জেলার বিভিন্ন জায়গায় এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ডাকাত দলের সদস্যদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণ ও নগদ টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র চাপাতি, হাসুয়া, ছোরা উদ্ধার করা হয়। এই ডাকাত দলের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন জেলায়য় সংঘবদ্ধভাবে অভিনব কায়দায় ডাকাতির মাধ্যমে মালামাল লু্ন্ঠন করতো।

আরবি/জেডআর

Link copied!