বগুড়ার দুপচাঁচিয়ায় তালুচ বাজারের শীর্ষ সন্ত্রাসী কালাম সহ ৪জন অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে আটক। ৬ জানুয়ারি সোমবার সকাল ৮টায় দুপচাঁচিয়া থানাধীন গুনাহার ইউনিয়নের তালুচ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ বগুড়ার নেতৃত্বে যৌথ বাহিনীর একটি চৌকস টিম অস্ত্র উদ্ধারে গুনাহার ইউনিয়নের শ্রমিক দলের সাবেক সভাপতি ও শীর্ষ সন্ত্রাসী কালাম বাহিনীর প্রধান আবুল কালাম (৪০)কে আটক করে তার দেওয়া তথ্যমতে আরো তিন জনকে আটক করে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪টি বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ১ পিস্তল, ৬টি চাপাতি, ৩টি হাসুয়া, ৯টি দা, ১১টি চাকু নগদ ৭ লাখ ৭০ হাজার টাকা এবং মাদকের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়।
আটকৃত আসামিরা গুনাহার ইউনিয়নের সাবেক শ্রমিক দলের সভাপতি তালুচ পশ্চিমপাড়া এলাকার মৃত: কফিল উদ্দিনের দুই ছেলে আবুল কালাম আজাদ (৪০), বাবলু (৫০), উভয় দুই ভাই। অন্য আসামীরা হলো তালুচ বাজারের জমির প্রামাণিকের ছেলে আব্দুর রহিম (৫০), একই এলাকার ইসমাইলের ছেলে ইয়াসিন আলী (৪২)। সকলের থানা দুপচাঁচিয়া, জেলা বগুড়া।
উক্ত কালাম বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি মারপিট অস্ত্র প্রদর্শন বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে বলে এলাকাবাসী জানান।
এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, আটককৃত আসামি কালাম এর বিরুদ্ধে ২৭টি মামলা চলমান রয়েছে। এ রিপোর্ট
লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :