ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণে নিহত ৪

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৭:১০ পিএম

বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণে নিহত ৪

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্ট লিমিটেডে তেলের লাইন মেরামতের সময় ওয়েল্ডিংয়ের আগুন ট্যাংকে পড়ে বিস্ফোরণের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন শ্রমিক।

বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) দুপুর সোয়া ২টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. ইমরান, মোহাম্মদ সাঈদ, মো. রুবেল, মো. মনির। তাদের বাড়ি নীলফামারী সৈয়দপুরে। নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের মজুমদার প্রোডাক্ট লিমিটেডের তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা। এসময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকির ভেতরে পড়লে বিস্ফোরণ হয়। এসময়, বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

পরে তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরবি/এফআই

Link copied!