ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৩:৩৫ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪

ছবি: রূপালী বাংলাদেশ

ঘনকুয়াশার মধ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জনের মতো।

আজ ভোরে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের হাসাড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে দুই জন নিহত ও  চারজন আহত হয়। এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১১ টার দিকে সিরাজদিখান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি মিনিবাস। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে দুইজন নিহত হয়। এতে আহত হয় অন্তত ১৬ জন । তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মূলত ঘন কুয়াশার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে জানান হাইওয়ে পুলিশ।

এ ব্যাপারে শ্রীনগরর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার জানান, পৃথক সড়ক দূর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচায় পাওয়া গেছে। 

তারা হলেন আব্দুল্লাহ পরিবহনের বাসচালকের হেলপার  মো. জীবন (৪৪), তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামে। অপর নিহত হলেন- বাসযাত্রী মো. রায়হান (২৭)।  সে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।

আহত ব্যক্তিরা হলেন- অমিত (২৮), তাজল (২৮), প্রভাত ইসলাম (২২), মো. সাগর (৪৯), আব্দুল রহমান (১৮) সহ ১৬ জন।

বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, নিমতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এ ঘটনায় দু’জন নিহত হয় ও ১৬ জন আহত হয়।

এছাড়া আজ শুক্রবার ভোরে এক্সেপ্রেসওয়ের হাসাড়া এলাকায় সড়ক দূর্ঘটনাটি সংঘটিত হয়। সেখানে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় দুই জন নিহত হয় ও আহত হয় আরও পাঁচজন। ঘন কুয়াশার কারণে এসব দূর্ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

আরবি/জেডআর

Link copied!