দ্বিতীয় বিয়ে করায় বাবাকে পেটাল ছেলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৮:৫৩ এএম

দ্বিতীয় বিয়ে করায় বাবাকে পেটাল ছেলে

প্রতীকি ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আজিমপুর গ্রামে বন্ধুদের বাড়িতে ডেকে বাবাকে পিটিয়েছে ছেলে। সে সময় এলাকাবাসী ছেলে ও তার তিন বন্ধুকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।  

বুধবার (১৯ মার্চ) মারধরের শিকার আসাদুজ্জামান ছেলে আবির আহমেদকে (১৭) প্রধান আসামি করে থানায় মামলা করেন।  

স্থানীয়রা জানান, আসাদুজ্জামানের প্রথম স্ত্রীর ঘরের ছেলে আবির। স্বামী ও ছেলেকে দেশে রেখে বছর পাঁচেক আগে পারুল আক্তার বিদেশে চলে যান। এরই মধ্যে আসাদ দ্বিতীয় সংসার পাতেন। প্রথম স্ত্রী দেশে ফিরে আসার আগেই তাঁর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। এই নিয়ে বাবা ও ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

এই দ্বন্দ্বের জেরে গত সোমবার রাতে ছেলে আবির তার বন্ধুবান্ধব ও কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে আসাদের ওপর হামলা করে। বেদম মারধর করে ফেলে রেখে চলে যাওয়ার সময় তাঁর চিৎকারে এলাকার লোকজন জড়ো হন। পরে আবির তার বন্ধু জাহিদ হাসান (১৬), জিহাদ আলম (১৭) ও মারুফ মিয়াকে (১৬) হাতেনাতে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। আসাদুজ্জামানের অভিযোগ, প্রথম স্ত্রী পারুল তাঁর ছেলেকে দিয়ে তাঁকে (আসাদ) এভাবে মারধর করিয়েছেন।  

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, আটক চারজনকেই আদালতের মাধ্যমে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

আরবি/শিতি

Link copied!