পটুয়াখালীর দুমকী উপজেলায় এক কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই ছাত্রী সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুমকীর পাঙ্গাশিয়া নলদোয়ানি এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার কবর জেয়ারত শেষে সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নানাবাড়িতে ফিরছিলেন। পথে মুন্সীবাড়ি এলাকায় স্থানীয় মামুন মুন্সীর ছেলে সাকিব মুন্সী (১৯) ও সোহাগ মুন্সীর ছেলে সিফাত মুন্সী (২০) তাকে রাস্তা থেকে তুলে বাগানবাড়িতে নিয়ে ধর্ষণ করে এবং ভুক্তভোগীর ছবি তোলে। আর কাউকে কিছু বললে সেসব ছবি নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে চলে যায়।
এ ঘটনায় বুধবার ওই ছাত্রী দুমকী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সাকিব মুন্সীকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :