কালিহাতীতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ১২:৫৯ পিএম

কালিহাতীতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উদ্ভব কুমার দে (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উদ্ভব কুমার দে বগুড়া সদর উপজেলার শ্রী দীলিপ কুমার দের ছেলে।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, আজ ভোরে হাতিয়া এলাকায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আলুবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা চালবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালবাহী ট্রাকের চালক নিহত হন। এ সময় আহত হন চালক ও সহকারীসহ তিনজন।

ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরবি/এসআর

Link copied!