ঢাকা শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

৩ মাসেও চালু হয়নি ওসমানী বিমানবন্দরের কার্গো সার্ভিস

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০১:৪১ পিএম
ছবি: সংগৃহীত

উদ্যোগ নেওয়ার তিন মাসেও চালু হচ্ছে না সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো সার্ভিস। তবে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সব প্রস্ততি সম্পন্ন করেছে বাংলাদেশ বিমান।

প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো সার্ভিসের সব ব্যবস্থাপনা তৈরি হলেও ঝুলে যাচ্ছে বাস্তবায়ন। কয়েক বছর আগেই অবকাঠামো নির্মাণ, পরীক্ষা-নিরীক্ষার স্ক্যানিং মেশিন বসানোসহ সব ধরনের কাজ শেষ করে সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষ।

তবে নানা জটিলতায় তা আটকে আছে বছরের পর বছর। সবশেষ চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে সিভিল এভিয়েশন নতুন পরিকল্পনার কথা জানিয়েছিল চলতি মাসে। কিন্তু তাতেও দেখা দিয়েছে আশঙ্কা।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, কার্গো সার্ভিস চালু করতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) থেকে অনুমোদন দরকার হয়। সেই অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

অন্যদিকে, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে কার্গো সার্ভিসের সব ধরনের সেবা দিতে প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশ বিমান।

প্রতিষ্ঠানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ভারপ্রাপ্ত পরিচালক শাকিল মেরাজ বলেন, সিলেট থেকে বিশ্বের যে কোনো গন্তব্যে বিমানযোগে পণ্য পরিবহনে সেবা দিতে বাংলাদেশ বিমান সম্পূর্ণ প্রস্তুত।

মূলত সিলেট অঞ্চলের প্যারিসেবল পণ্য রপ্তানিই প্রাথমিকভাবে মূল লক্ষ্য বেবিচকের। কিন্তু বাণিজ্যিকভাবে ঢাকার পরে সিলেট এয়ারপোর্টকে কার্গো সার্ভিসের দ্বিতীয় অপশন হিসেবে তৈরি করা হলেও ব্যবসায়ীরা বলছেন, যোগাযোগসহ নানা সংকটের কথা।

মোটেক্স ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ কবীর বলেন, সড়কপথে ঢাকা থেকে সিলেটের রাস্তা খুবই খারাপ। তাই পণ্য এয়ারপোর্ট বা কার্গো ওয়্যারহাউজে পাঠানো হচ্ছে।

তবে কারখানা থেকে পণ্যের যথাযথ প্যাকিং ও নিরাপত্তা দেওয়া হলেও এয়ারপোর্টে যেয়ে পণ্য অনেক সময়ই নষ্ট হয়ে যাচ্ছে। এটির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তথ্য বলছে, ব্যবসায়িকভাবে লাভ-ক্ষতির হিসেব না কষেই সিলেট বিমানবন্দরে নির্মাণ করা হয়েছে কার্গো অবকাঠামো। পণ্য স্ক্যানিংয়ে দুটি এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা ইডিএস মেশিনের মধ্যে অচল হয়ে রয়েছে একটি। এছাড়া এখনো কার্গো সার্ভিসের অনুমতিও মেলেনি।