বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে শহিদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের ১৭ বছর বয়সী মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
এর আগে গত মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার (২০ মার্চ) পটুয়াখালীতে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শহীদকন্যার চিকিৎসাধীন খোঁজ-খবর নিতে নাহিদ ইসলাম নিজে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগাযোগ করেন।
এ ছাড়া নাহিদ ইসলামের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় সাকিব মুন্সি (১৯) নামের এক তরুণকে আটক করা হয়েছে।