বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ধামরাইয়ে বিএনপি নেতাকে হত্যা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৪:৫৭ পিএম

ধামরাইয়ে বিএনপি নেতাকে হত্যা

ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ে আবুল কাশেম (৫৭) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১২টা দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবুল কাশেম ধামরাই উপজেলার জালসা এলাকার মৃত রইজ উদ্দিন মাস্টারের ছেলে। তিনি গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। 

নিহতের ছোট ভাই খলিলুর রহমান জানান, বেলা ১২টার দিকে বাড়ি থেকে বের হয়। তখনই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। রাজনৈতিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান তিনি।

নিহতের স্ত্রী জানান, আমার স্বামীকে যারা কুপিয়েছে তাদের কয়েক জনের নাম বলে গেছে মৃত্যুর আগে।  তারা হলেন, জলিল, বাছেদ, বাবু, বিল্টু, আলী, আহাদ, সাইম, গফুর ও মালেক।

গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজা বলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত জানান, এঘটনায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। 

আরবি/আবু

Link copied!