শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৬:০৭ পিএম

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

ছবি: রূপালী বাংলাদেশ

অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামে এক যুবককে অপহরণ ও হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে  সড়ক করে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২০ মার্চ)  দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় বিক্ষুব্ধ জনতা প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে। এ সময় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেয় মিলনের পরিবার ও এলাকাবাসী।

নিহত মিলন হোসেন (২৩) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের  চাপাপাড়া গ্রামের পানজাব আলীর ছেলে। 

এ ঘটনায় জড়িত থাকায় ডিবি পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। তারা  হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর পশ্চিমপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে সেজান আলী, আরাজী পাইকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মুরাদ (২৫) এবং সালন্দর শাহীনগর (তেলীপাড়া) গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রত্না আক্তার ইভা (১৯)। তারা ৩জনই মিলনকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মিলন হোসেনকে ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট পলিটেকনিক্যাল কলেজের  পেছনে লিচু বাগানে ডেকে আনা হয়। সেখান  থেকে তাকে অপহরণ করে।

পরে চক্রটি তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। গত ৯ মার্চ (রোববার) রাতে মিলনের বাবা মুক্তিপণের ২৫ লাখ টাকা প্রদান করে।

এরপরেও মিলনকে ফেরত দেয়নি তারা। বৃহস্পতিবার রাত পৌনে ৩টায় সেজান আলীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের সেপটি ট্যাংক থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরবি/আবু

Link copied!