রওশনের সেই ‘সুন্দর মহলে’ হচ্ছে ‘কুটুমবাড়ি রেস্টুরেন্ট’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৯:৪৪ পিএম

রওশনের সেই ‘সুন্দর মহলে’ হচ্ছে ‘কুটুমবাড়ি রেস্টুরেন্ট’

ময়মনসিংহ শহরের ফায়ার সার্ভিস রোডস্থ এরশাদের স্ত্রী বেগম রওশনের ‘সুন্দর মহল’ ভবন- ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহরের ফায়ার সার্ভিস রোডস্থ হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বেগম রওশনের ‘সুন্দর মহল’ একসময় ব্যবহার হতো জাতীয় পার্টির রাজনৈতিক কার্যালয় হিসেবে।

কিন্তু আগস্টে গণঅভ্যুত্থানের পর ভবনটিতে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

‘দালাল মহল’ লিখেও সাইনবোর্ড টানিয়ে দেয় বিক্ষুব্ধরা।

এতোদিন সেই অবস্থাই ছিল।

তবে এখন সেটি প্রস্তুত করা হচ্ছে একটি রেস্তোরাঁ স্থাপনের।

রওশনের পৈতৃক বাড়ি এটি।

বিভিন্ন সূত্র জানায়, এরই মধ্যে ভবনটি ভাড়া দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির একাধিক সূত্র জানায়, মাসে ৪০ হাজার টাকা ভাড়ায় ভবনটি ১০ বছরের জন্য চুক্তি হয়েছে।

 

ভবনটি ভাড়া নিয়েছেন বজলুর রহমান মিন্টু নামের এক ব্যবসায়ী।

তিনি ‘কুটুমবাড়ি রেস্টুরেন্ট’ ও ‘কুটুমবাড়ি মিষ্টি’ প্রতিষ্ঠানের মালিক।

এ বিষয়ে ব্যবসায়ী মিন্টু বক্তব্য পাওয়া যায়নি।

তবে তার এক ম্যানেজার জানিয়েছেন, সুন্দর মহলেই তাদের আরেকটি নতুন শাখা হবে।

তবে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে আছেন এবং মহানগর কমিটির এক শীর্ষ নেতার ধারণা, ব্যবসায়ী মিন্টুর সঙ্গে মালিকানায় স্থানীয় বিএনপির কোনো নেতার কিংবা তার অনুসারী জড়িত থাকতে পারেন।

তবে এ নিয়ে তেমন কোন তথ্য পাওয়া যায়নি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদও সংবাদ মাধ্যমকে এ বিষয়ে কোন তথ্য দিতে পারেননি।

তিনি এও বলেন, ‘বিএনপির কোনো নেতার নামে কিংবা বেনামে সুন্দর মহলের রেস্তোরাঁর মালিকায় আসবে বলে আমার মনে হয় না।’

 

আরবি/ফিজ

Link copied!