মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

বিএনপি নেতা পিকুলের অব্যাহতির আদেশ প্রত্যাহারে দাবিতে মিছিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ১১:০২ এএম

বিএনপি নেতা পিকুলের অব্যাহতির আদেশ প্রত্যাহারে দাবিতে মিছিল

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের উপর অব্যাহতির আদেশ প্রত্যাহারের দাবিতে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে উপজেলা সদরে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নান্দাইল উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন বাসস্ট্যান্ড এসে মিলিত হয়। এসময় নেতাকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে আমলে ৫৩টি মামলার আসামি ও ১৭বার জেল কারানির্যাতিত বিএনপি নেতা এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের উপর অব্যাহতির আদেশ অবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন।

তারা আরও জানায়, যারা দলের দুর্দিনে ১৭টি বছর উপজেলা বিএনপিকে আগলে রেখেছে, ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলার শিকার হয়েও বিএনপি’র বিভিন্ন কর্মসূচীকে বাস্তবায়ন করেছে, আজ তাদেরকে দল থেকে অব্যাহতি প্রদান করা অতীব দু:খজনক বিষয়। 
এরকম আক্ষেপ করে নেতাকর্মীরা বিএনপি নেতা পিকুলের অব্যাহতি আদেশের প্রত্যাহারের জোর দাবী করে।

উল্লেখ্য বৃহস্পতিবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি নেতা এ এফ এম আজিজুল ইসলাম পিকুল-কে অব্যাহতির তথ্য জানানো হয়েছে।

তবে অব্যাহতির কারণ হিসাবে বুধবার (১৯ মার্চ) নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও স্থানীয় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনাকে দায়ী করা হচ্ছে।

আরবি/আবু

Link copied!