শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

রাঙ্গামাটিতে সুবিধাবঞ্চিতরা পেয়েছে সেনাবাহিনীর ঈদ উপহার

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ১১:৫৫ এএম

রাঙ্গামাটিতে সুবিধাবঞ্চিতরা পেয়েছে সেনাবাহিনীর ঈদ উপহার

ছবি: রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছে রাঙামাটি সদর সেনা জোনের ৬০ ইবি। রাঙ্গামাটি সদর জোন, মরহুম রফিক উদ্দিন ও মনোয়ারা ফাউন্ডেশনের সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মধ্যে প্রায় ২৫০ দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার দেয়া হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে রাঙ্গামাটি মানিকছড়ি ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার তুলে দেন সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী -এনডিসি, পিএসসি।

এসময় তিনি বলেন, দুর্গম পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্তমানবতা সেবা ও দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে ভবিষ্যতেও থাকবে।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ধর্ম, বর্ণ ও জাতিগত বৈষম্য নির্বিশেষে সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগী করে নেওয়ার অভিপ্রায়ে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আক্তার বিন মুক্তাদিরুল গানিউর রহমানসহ অন্যান্য অফিসারগণ।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মুহাম্মদ আব্দুল হান্নান বিন রফিক উদ্দীন, মাওলানা মুহাম্মদ শামসুল আলম, মুফতি মুহাম্মদ ওমর আলী প্রমুখ।

ঈদ উপহার পেয়ে সুবিধাভোগী পরিবারগুলোর মুখে ফুটেছে স্বস্তির হাসি। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

আরবি/আবু

Link copied!