শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

কেরাণীগঞ্জে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ১২:৫২ পিএম

কেরাণীগঞ্জে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. সাইদুল ইসলাম।

গ্রেপ্তার আসামি হলেন- কক্সবাজারের ঈদগাঁও থানার ইসলামাবাদ এলাকার মো. গুরা মিয়ার ছেলে মো. ওমর ফারুক (২৮)।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের  ভিত্তিতে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর একটি চৌকস দল (২০ মার্চ) রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ পেশাদার ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়াও ওই আসামির বিরুদ্ধে (সিএমপি) এর খুলশি থানায় ১টি মামলা রয়েছে। 

আরবি/এসআর

Link copied!