লক্ষ্মীপুরে অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাহিদুল ইসলাম ভূঁইয়া হৃদয় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী সদর মডেল থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, ওই নারীর স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে এক হাজার টাকা ধার নেন। সেই টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদয়ের বাড়ি যান তিনি। ঘরে ঢুকতেই পেছন থেকে মুখ চেপে ধরে খাটের ওপর নিয়ে নারীর হাত বাঁধেন হৃদয়। এক পর্যায়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টা করেন।
এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, অভিযুক্ত হৃদয়কে আটক করা হয়েছে। ভুক্তোভোগী নারী মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :