ঠাকুরগাঁওয়ে অপহৃত মিলন হত্যায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ঠাকুরগাঁও আমলী আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।
শুক্রবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মামুনুর রশিদ।
গ্রেফতারকৃতরা হলেন -ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে সেজান আলী (২৮), তার মা শিউলি বেগম, সেজান আলী ভাগ্নি ও কথিত প্রেমিকা সালন্দর শাহীনগর (তেলীপাড়া) গ্রামের মো. আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. রত্না আক্তার ইভা (১৯) এবং আরাজি পাইকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মুরাদ(২৫)।
ওসি মামুনুর রশিদ জানান, প্রথমে গ্রেপ্তার হওয়া সেজান, মুরাদ ও রত্না আক্তার ইভাকে জিজ্ঞাসাবাদের জন্য ঠাকুরগাঁও আমলী আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নিহত মিলন হোসেন (২৩) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া গ্রামের পানজাব আলীর ছেলে। সে দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র ।