শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

মাদারীপুরে আদালতের নির্দেশ অমান্য করে কবরস্থানের জায়গা দখল!

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৩:৫৮ পিএম

মাদারীপুরে আদালতের নির্দেশ অমান্য করে কবরস্থানের জায়গা দখল!

ছবি: সংগৃহীত

মাদারীপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক পারিবারিক কবরস্থানের জায়গা জমি দখল চেষ্টার প্রতিবাদে জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। শুক্রবার (২১ মার্চ) সকালে মাদারীপুর পৌরসভার নতুন শহর এলাকার একটি গণমাধ্যম অফিসে এই সম্মেলন করা হয়।

এ সময় সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক গ্রামের মৃত আব্দুল হাই বেপারীর ছেলে মো. ইমান বেপারী (৪৮) এর তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ইমান বেপারী অভিযোগ করে বলেন, প্রায় ১৫ বছর আগে সদর সাব রেজিস্টার অফিসের ৩২০৬ নং সাব কবলা দলিলের মাধ্যমে মধ্যচক মৌজার ৩০ শতাংশ জমি ক্রয় করেন।

সেখানে তাদের পারিবারিক কবরস্থান করা হয়। সেই কবরস্থানের জমি জোরপূর্বক ভোগদখলের চেষ্টা চালাচ্ছে মধ্যচক এলাকার মৃত আবুল হোসেন মাতুব্বরের ছেলে তোতা মাতুব্বর (৫৮)। বিষয়টি নিয়ে মামলা করলে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। সেই নিষেধাজ্ঞা অমান্য করে কবরস্থানের জায়গায় দখল করতে যায় অভিযুক্ত তোতা মাতুব্বর।

প্রতিবাদ করলে মারধর করার পাশাপাশি প্রাণনাশেরও হুমকি দিচ্ছে অভিযুক্ত ও তার লোকজন। বিষয়টি থানা পুলিশকে অবগত করলে আরো বেপরোয়া হয়ে ওঠে সে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা ও ন্যায় বিচার দাবি করেন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে ইমান বেপারীর বড়ভাই মোস্তফা বেপারী, ভাবি হেলেনা বেগম, ছেলে সাইম বেপারীসহ পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করে তোতা মাতুব্বর বলেন, ‘জমি নিয়ে বিরোধের বিষয়ে আদালতের সিদ্ধান্ত মেনে নিবো। আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক এই অপ্রচার চালাচ্ছে একটি মহল। আমি তদন্তপূর্বক এর বিচার দাবি করছি।’

অবশ্য মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মোকছেদুর রহমান বলেন, ‘জমি নিয়ে বিরোধে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটনার চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আরবি/জেডআর

Link copied!