ঢাকা শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

ধামইরহাটে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৪:৩৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমার নামাজ শেষে নীমতলী মোড় থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

মিছিল শেষে ধামইরহাট থানার সামনে এক প্রতিবাদ সভায় ধামইরহাট উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি কাওছার হোসেন, ধামইরহাট ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ধামইরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. মোস্তাকিম বিল্লাহ, আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ, ইসলামী যুব আন্দলনের সভাপতি মাওলানা আল-আমনি সাহাপুরি প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় বক্তারা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলিমদের উপরে নির্যাতনের জন্য আমেরিকা সরকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম, ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ি করে বক্তব্য প্রদান করে।

এ সময় ইসরায়েলী পণ্য বর্জনের আহবান জানান পাশাপাশি মুসলিম হত্যাকারীদের বিরুদ্ধে কঠিন আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন।