ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে বিক্ষোভ মিছিল করেছে জাগরণে ইসলাম সংগঠন ও এলেঙ্গা পৌরসভার সর্বস্তরের তৌহিদী জনতা। শুক্রবার ( ২১) মার্চ জুম্মার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এলেঙ্গা বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এলেঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব সানোয়ার হোসেন সাইফী, যুবদল নেতা হাসমত আলী রেজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার খান আকাশ, হুসেইন কবির, হৃদয় মোল্লা অন্তর প্রমুখ।
এ সময় কয়েক শতাধিক তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে, অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানাই।"
তারা আরও বলেন "শুধু ফিলিস্তিন নয়, ভারতের নাগপুরসহ বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। সাম্প্রদায়িক অপশক্তির এই দমন-পীড়ন মানবতার জন্য হুমকিস্বরূপ। আমরা বিশ্ব সম্প্রদায়ের কাছে দাবি জানাই, ভারতের মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
"বর্তমান বিশ্বে মুসলমানদের ওপর নিপীড়ন-নির্যাতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফিলিস্তিন থেকে কাশ্মীর, নাগপুর থেকে আরাকান-সর্বত্র মুসলমানরা আজ নির্যাতিত। কিন্তু দুঃখজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় নিরব ভূমিকা পালন করছে। আমরা অবিলম্বে এসব হামলা বন্ধের দাবি জানাই এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।"