চট্টগ্রামের পাঁচলাইশ থানার সুবর্ণা আবাসিক এলাকার একটি বাসা থেকে হারিয়ে যাওয়ার চাবি ব্যবহার করে স্বর্ণালংকার চুরি করা হয়েছে। এ ঘটনায় এক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) জেলার সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-জাহেদা বেগম ও তার স্বামী নুরুল আলম।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান।
ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘গৃহকর্মী জাহেদা বেগম সুবর্ণা আবাসিক এলাকায় সামারা ভবনের ৪র্থ তলায় একটি বাসায় কাজ করতেন। গত ১২ মার্চ বাসাটিতে কেউ না থাকার সুযোগে বাসাটির পূর্বে হারিয়ে যাওয়া চাবি ব্যবহার করে বাসার ভেতরে প্রবেশ করে জাহেদা বেগম।
তার সঙ্গে থাকা আরো দুই-তিনজনের সহযোগিতায় বাসা থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়া যায়।
এই ঘটনায় বাসাটির মালিক পাঁচলাইশ থানায় মামলা করেন।’
তিনি আরো বলেন, ‘মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় ও গুপ্তচরের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সদরঘাট থানার কদমতলী রওশন মসজিদ গলি এলাকায় অভিযান চালিয়ে গৃহকর্মী জাহেদা বেগম ও তার স্বামী নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার করার হয়।’