মুন্সীগঞ্জের লৌহজংয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণের মাদকদ্রব্য উদ্ধারসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৪২ হাজার টাকাও জব্দ করা হয়।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ।
তিনি জানান, আজ ভোর সোয়া ৫ টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের বেঁদে পল্লীতে অভিযানে নামে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। এসময় বেঁদে পল্লীতে তল্লাসি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেন। একই সঙ্গে মাদক বিক্রির নগদ টাকা ও ১৩টি মোবাইল মোবাইল জব্দ করেন।
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০ গ্রাম গাঁজা, ৭৩০পিস ইয়াবা ট্যাবলেট, ৪ গ্রাম আইস ও ২৫ গ্রাম হেরোইন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. রাজন ইসলাম (২২), আবু তালহা (১৪), মোসা. ঝিনুক (২২), মোসা. সুমনা (৩৫), ফারজানা আক্তার (৩৫), ওমর ফারুক (৩৭), আজিজুল (১৭), মো. আকাশ (২৭), মো. নীরব (২০), মো. রানা (২০), মো. এনামুল (৫৫), মো. মাগরিব (২৪), মোয়াজ্জেম মাল (৫৫), মো. রাকিব হোসেন (৩৪), দুলাল বেপারী (২২), মো. জুয়েল (৪৯), আওলাদ হোসেন (২৬) ও মাহিন মোল্লাা (১৯)।
আপনার মতামত লিখুন :