বাসে ধর্ষণচেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৮:৩৭ পিএম

বাসে ধর্ষণচেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় শুক্রবার বিকেলে চলন্ত বাসে ধর্ষণচেষ্টার ঘটনায় ২ যুবককে গণপিটুনে দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্বজনরা।

পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গী চেরাকালি এলাকা থেকে এক নারী পোশাক শ্রমিক গতকাল আজমেরী পরিবহণে কোনাবাড়ীর উদ্দেশ্যে উঠলে কড্ডা এলাকায় পৌঁছালে ওই নারীকে ভয়-ভীতি দেখিয়ে চলন্ত গণপরিবহণে চালকসহ চারজন মিলে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে কোনাবাড়ি থানায় ওই নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ওই নারীর প্রতিবেশী আত্মীয়-স্বজন পরিবহন খুঁজতে কালিয়াকৈর চন্দ্রা এলাকায় এসে গাড়িটি দেখতে পায়। পরে সায়েদ কামরুল দুই জনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা।

এ সময় চালক পালিয়ে যায়। তবে ওই নারী কাছে থাকা একটি মোবাইল সেট, নগদ ১০ হাজার টাকা স্বর্ণালংকার লোড করে নিয়ে যায়। কালিয়াকৈর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করেন।

কালিয়াকৈর থানার ওসি হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে এসে দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের কাশিমপুর থানায় প্রেরণ করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!