মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে ৬ জনকে কুপিয়ে আহত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৯:০২ পিএম

মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে ৬ জনকে কুপিয়ে আহত

ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের পুড়াপাড়া গরুর হাট এলাকায় বৃহস্পতিবার বিকালে পূর্বশত্রুতার জের ধরে ৬ জনকে কুপিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছে।

এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় ভাটপাড়া গ্রামের আনিসুর রহমান (৬০), আনারুল ইসলাম (৫৫), শাহিনুর ইসলাম (৩৪), মিলন হোসেন (৪৫), বিপুল হোসেন (৩২) ও মামুন ইসলামকে (১৮) মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত আনিসুর রহমান জানান, বিকালে আমি পুড়াপাড়া বাজারে গেলে শ্যামনগর গ্রামের রাজু আহাম্মেদ, সাজু, অপু, সামছুদ্দিন, আর এম রনি, নয়ন, মানিক, মশিয়ার, আলমগীর, আনোয়ার, বাবু, জিহাদ, ইসমাইল ও আনোয়ার হোসেনসহ আজ্ঞাত নামা ৫-৬ জন আমাকে ধরে মারধর শুরু করে।

এ খবর আমার গ্রামে পৌঁছালে আমার ছেলে ও আমার ভায়েরা সবাই বাজারে পৌঁছালে আসামিরা তাদের দা দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতরভাবে আহত করে।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আমরা
একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!