বীরগঞ্জে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৯:০৭ পিএম

বীরগঞ্জে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

গ্রেপ্তার বীরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মনায়েম হোসেন মিয়া। ছবি: রূপালী বাংলাদেশ

 দিনাজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলাসহ নাশকতাকারী এবং নাশকতার পরিকল্পনাকারী মামলায় বীরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মনায়েম হোসেন মিয়াকে শুক্রবার দুপুরে উপজেলার সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন গলি থেকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

মনায়েম হোসেন মিয়া (৩০) বীরগঞ্জ পৌরসভার সুজালপুর ঈদগা মাঠ এলাকার ওয়াসেক মিয়ার ছেলে।

শুক্রবার (২১ মার্চ) বেলা ২টার দিকে পৌর শহরের সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন গলি থেকে তাকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা মনায়েম হোসেন মিয়া কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার উপর হামলাসহ নাশকতাকারী এবং নাশকতার পরিকল্পনাকারী মামলায় আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে মর্মেও তিনি জানান।

আরবি/জেডআর

Link copied!