বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, আওয়ামী লীগের কোনো অনুপ্রবেশকারীকে কোনো অবস্থাতে সুযোগ দেয়া যাবে না। আমার দলের কেউ যদি তাদের সুযোগ দেয়, তাকে শাস্তির আওতায় আনা হবে।
এটার কোনো ক্ষমা নেই। কেউ যদি গোপনে অন্যায়ভাবে ফ্যাসিস্টদের সহযোগিতা করতে চায়, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিধির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আড়াইহাজার পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হয়।
বিএনপি ক্ষমতায় গেলে কেউ অন্যায় করে পার পাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের পরিস্থিতি থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলে কেউ অন্যায় করে পার পাবে না। তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আমি গ্যারন্টি দিয়ে বলতে চাই কোনো ধরনের বিশৃঙ্খলা করে কেউ পার পাবে না। উনি সকল বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন।
জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব উল্লেখ করে মুন্না বলেন, ‘এখন কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আমরা না। তাহলে বুঝতে হবে আমরা নির্বাচন কেন চাচ্ছি। মানুষের অধিকার আদায়ের জন্য। কারণ যখন কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তখন জনগণের প্রতি তার দায়বদ্ধতা থাকে। তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। আওয়ামী লীগ বিগত সময়ে ভোটবিহীন তিনটি নির্বাচন করেছে।
রাতে ভোট করেছে। ডামি ভোট করেছে। আর দেশে গুন্ডাতন্ত্র চালু করেছিল। আমরা ক্ষমতায় আসলে এসব চলবে না।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ সহ প্রমুখ।
উল্লেখ্য, ঈদ উপহার হিসেবে আড়াই হাজার পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, পোলার চাল, চিনি, সেমাই, তেল, লবণ, পেঁয়াজ ও দুধ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :