দোহারে গাঁজাসহ গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ১০:২৭ পিএম

দোহারে গাঁজাসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

ঢাকার দোহারে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

শুক্রবার (২১ মার্চ) রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।

গ্রেপ্তার আসামি হলেন-হবিগঞ্জের মাধবপুর থানার কমলপুর এলাকার মৃত ইউছব আলীর ছেলে মো. মাসুক মিয়া (৩৮) ও একই থানার আলা বক্সপুর এলাকার মো. আব্দুল কাদিরের ছেলে মো. জয়নাল মিয়া (৩২)।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০ (সিপিসি-২ মুন্সিগঞ্জ) এর একটি অভিযানিক দল (২১ মার্চ) রাত ৮টার দিকে দোহার থানার দোহারঘাটা এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।

এ সময় আসামিদের সাথে থাকা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, গ্রেপ্তার আসামিরা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত ওই মাইক্রোবাসটিতে করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন তারা।

আরবি/জেডআর

Link copied!