চট্টগ্রামের পাঁচলাইশ থানার ও.আর নিজাম রোড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহেরীর একজন সদস্য গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় ৯টি বিভিন্ন সাইজের ব্যানার, ফেস্টুন ও পোস্টার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবদুল্লাহ আল ফাইয়াজ (২৪) মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহেরীর উলাই’য়াহ্ বাংলাদেশ সদস্যরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে জন সাধারণের ক্ষতি করার লক্ষ্যে নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে সমবেত হয়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়া ও.আর নিজাম রোড থেকে রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়া মিছিল করে জিইসি মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করে।
পরে পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহেরীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহেরীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।