ঢাকা শনিবার, ২২ মার্চ, ২০২৫

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার কুমিল্লার চার সাংবাদিক, গুলিবর্ষণ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৯:০০ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক, এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফাঁকা গুলি গুলিবর্ষণ করে সেনাবাহিনী।

শুক্রবার ( ২১ মার্চ) রাত সাড়ে ১১টায় সংবাদ সংগ্রহ করতে গেলে অতর্কিতভাবে হামলা করে একদল ইন্টার্ন চিকিৎসক।

আহতরা হলেন-যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি খোকন চৌধুরী, ক্যামেরাপার্সন সাকিব, চ্যানেল ২৪ এর প্রতিনিধি জাহিদ রহমান এবং ক্যামেরাপার্সন ইরফান। এ সময় হামলাকারীরা তাদের শারীরিকভাবে আক্রমণ করে এবং ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে দেয়।

আহত যমুনা টিভির সাংবাদিক রফিকুল ইসলাম খোকন বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়। এর আগেও বেশ কয়েকবার সংবাদ সংগ্রহ করতে আসলে আমাদের ওপর হামলা চালায় ইন্টার্ন চিকিৎসকরা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদুর রহমানকে একাধিক কল দিয়ে পাওয়া যায়নি।