রাজশাহীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে শালার হাঁসুয়ার কোপে দুলাভাইয়ের মৃত্যু হয়েছেন।
শনিবার (২২ মার্চ) সকালে নগরীর উত্তর নওদাপাড়া কালুরমোড় এলাকায় একটি বিরোধপূর্ণ জমি মাপজোক করার সময় এ ঘটনা ঘটে।
আরএমপির শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নিহতের নাম রুহুল আমিন। শনিবার সকালে উভয় পক্ষ বিরোধপূর্ণ একটি জমি পরিমাপের জন্য সেখানে অবস্থান করছিল। এ সময় তার শ্যালক মিন্টু হাঁসুয়া দিয়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারী বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুলাভাই নিহত হয়েছেন। আসামিকে ধরতে কাজ করছে পুলিশ। তাকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।