আর মাত্র ৭ দিন পরেই মুসলিম উম্মাহর সব চেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। মুসলমান সম্প্রদায়ের মানুষ শেষ সময়ে ব্যস্ত নিজেদের ঈদের কেনাকাটা নিয়ে। সকাল থেকেই মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বিভিন্ন মার্কেট ও শপিং কমপ্লেক্সে দেখা গিয়েছে ক্রেতার উপচে পড়া ভিড়। তীব্র গরমের ভ্যাপসা উত্তাপেও থামছে না ক্রেতা সাধারন।
শিবচর পৌর মার্কেট, তালুকদার শপিং কমপ্লেক্স, পাচ্চরের সোনার বাংলা প্লাজাতে দেখা গিয়েছে বেচাকেনার হিড়িক।
কেনাকাটা করতে কেউ আসছেন একা আবার কেউ আসছেন পরিবার নিয়ে। রোজার ক্লান্তি থাকলেও শেষ পর্যন্ত ঈদের পোশাক নিয়ে ঘরে ফেরার একটি অন্যরকম আনন্দ আছে বলে জানান সাদমান মুন্না নামের এক এজেন্ট ব্যাংকার।
মধ্যবিত্ত মানুষের পছন্দের কেন্দ্রে শিবচর পৌর মার্কেট। এখানে একটু কম দামে সব কিছু পাওয়া যায় বলে ভিড় ও বেশি। এই মার্কেটের এক পোশাক বিক্রেতা সায়মন জানান গত বছরের চেয়ে এবার কাপড়ের দাম খুব বেশি নয়। তাই সাশ্রয়ী দামেই আমরা জামাকাপড় বিক্রি করছি।
এদিকে উপজেলার ৭১ সড়কে বেশ কিছু ব্র্যান্ডের শোরুম আছে। এখানে বিকালের পরে রাত ৯টা পর্যন্ত ক্রেতাদের ভিড় একটু বেশি থাকে বলে জানান ফার্স্ট রেট`র অন্যতম স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম। তবে বিক্রেতাগন আশা করছেন শেষ এক সপ্তাহে তাদের বিক্রি কিছুটা বাড়বে।