কোটা বাতিলের দাবিতে নওগাঁয় সড়ক অবরোধ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৩:৫২ পিএম

কোটা বাতিলের দাবিতে নওগাঁয় সড়ক অবরোধ

ছবি: রূপালী বাংলাদেশ

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা বাতিলসহ ৬দফা দাবিতে নওগাঁয় ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ (২২ মার্চ) শনিবার সকাল সাড়ে ১২টায় পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রানকেন্দ্র মুক্তির মোড়ে অবস্থান নেন তারা। পরে শিক্ষার্থীরা সেখানে প্রায় ২ ঘন্টা অবস্থান নিয়ে সড়ক আটকিয়ে রাস্তায় মাবেশ করে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

এর আগেও একই দাবিতে গত (১৯ মার্চ) বুধবার ক্লাস-পরীক্ষা বর্জন করে শহরের মুক্তির মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এবং ২০ মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও স্মারকলিপী প্রদান করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, ক্রাফট ইন্সট্রাক্টররা কারিগরি ব্যাকগ্রাউন্ডের না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ল্যাবের সহকারী কর্মচারী। তারা মূলত অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাস। তাদের ডিপ্লোমার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই। তারা যদি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক হন, তাহলে ডিপ্লোমা ছাত্ররা কতটুকু শিখবে। জুনিয়র ইন্সট্রাক্টর শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত কারিগরি সেক্টর ধ্বংসের পাঁয়তারা। শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নওগাঁ সদর মডেল থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্বতা প্রকাশ করে তাদের দাবির প্রেক্ষিতে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেন।

আরবি/আবু

Link copied!