ডিবি পুলিশ পরিচয়ে ড্রাইভারসহ সিএসআরএম’র রড বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ১৭ মার্চ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় মামলাটি করা হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সিএসআরএম চাকদা রি-রোলিং মিলস লিমিটেডের নিয়োজিত ড্রাইভার খলিলুর রহমান রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ ফ্যাক্টরি থেকে ট্রাকে ২২ টন রড (যার মূল্য- ১৯ লাখ টাকা) নিয়ে নেত্রকোনার যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। এরপর গাজীপুর সদর জিএমপি থানাধীন সালনা বাজার ব্রিজ এলাকায় ১৬ মার্চ ভোর ৫টা ২০ মিনিটে অজ্ঞাতনামা ৪ জন ডিবি পুলিশ (কটি পরিহিত) লেজার লাইট দিয়ে ড্রাইভারকে গাড়িটি থামানোর সিগন্যাল দেয়। গাড়িটি থামানোর সঙ্গে সঙ্গে অজ্ঞাতনামা ডিবি পুলিশরা ড্রাইভারকে ট্রাকের সিট থেকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে ফেলে।’
এতে আরও বলা হয়, অজ্ঞাতনামা ডিবি পুলিশরা তাদের একটি সাদা মাইক্রোবাসে ড্রাইভারকে তুলে, হাত পা এবং চোখ গামছা দিয়ে বেধে ফেলে। এ সময় তাকে এলোপাথারিভাবে মারপিট করতে থাকে এবং মেরে ফেলার হুমকি দেয়, ড্রাইভারের ১টি বাটন মোবাইলসহ ১০ হাজার ৫০০ টাকা নিয়ে নেয় এবং তাকে টাংগাইল জেলার মির্জাপুর থানার গাজীপুর টু টাঙ্গাইলগামী মহাসড়কের পাশে জঙ্গলে ফেলে দেয়।
সকাল অনুমানিক সাড়ে ৬টায় একজন সিএনজিচালক ড্রাইভারকে হাত পা এবং চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। ড্রাইভার কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনা জানায়।
পুলিশ ১৯ মার্চ ট্রাকটি উদ্ধার করতে পারলেও মালামাল উদ্ধার করতে পারেনি। গাজীপুর থানার পুলিশ বলছে মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।