জমি লিখে না দেওয়ায় স্বামীকে কোপালেন স্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৪:২৪ পিএম

জমি লিখে না দেওয়ায় স্বামীকে কোপালেন স্ত্রী

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে স্ত্রীর দায়ের কোপে আহত হয়েছেন মো. শাহজাহান।

শনিবার (২২ মার্চ) সকালে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামীকে কোপান স্ত্রী।

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী জুলেখা বেগমকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ বিষয়ে ঘটনার বিচার চেয়ে কসবা থানায় বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগ এনে এজহার দায়ের করেছে আহতের ভাতিজা সালমান। সালমান জানান, আমার চাচার সাথে চাচী জুলেখা বেগমের যায়গা লিখে দেওয়া নিয়ে প্রায় সময়ই ঝগড়া হতো।

কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়েই স্বামী-স্ত্রীর বিরোধ। অভিযুক্ত জুলেখা আহত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় হত্যা চেষ্টা মামলা রেকর্ড হচ্ছে ও অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 

আরবি/আবু

Link copied!