আওয়ামী লীগ দল হিসেবে কোনও অপরাধ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তার এ মন্তব্যে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী রেলস্টেশন চত্বরে এক গণইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি ।
ব্যারিস্টার খোকন বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। প্রত্যেক মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে। বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি তার সংগঠন করতে পারবে। আমরা প্রত্যেক ব্যক্তির সংগঠন করার অধিকারে বিশ্বাস করি। বর্তমান সরকার নির্ধারণ করবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না। তবে যারা অপরাধ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ দল হিসেবে কোনও অপরাধ করেনি।’
নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গত ১৫ বছর এই দেশে কোনও ভোটাধিকার ছিল না। সরকারের জবাবদিহিতা ছিল না, যার জন্য শেখ হাসিনার ছত্রছায়ায় থেকে লুটপাট করেছে অনেকে, জনগণের টাকা লুটপাট ও পাচার করেছে। সর্বশেষে আমি দোয়া করি, আল্লাহ যেন প্রফেসর ড. ইউনূসকে দ্রুত সংসদ নির্বাচন করার ব্যবস্থা করে দেন।’
তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার আওয়ামী প্রীতিমূলক এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ জনমনেও দেখা দিয়েছে নতুন শঙ্কার।
আপনার মতামত লিখুন :