ঢাকা রবিবার, ২৩ মার্চ, ২০২৫

পাবনায় ‍‍‘ঘুম থেকে ডেকে তোলায়‍‍’ বাবাকে হত্যা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৭:৩৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

পাবনার সাঁথিয়ায় ছেলের বিরুদ্ধে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২২ মার্চ) সকালে সাঁথিয়া উপজেলার পাইকের হাঁটা গ্রামে বাঁশ কাটা নিয়ে কথাকাটা কাটির এক পর্যায় ছেলে মানিক হোসেন (২৭) তার পিতা আবুল মালেক (৫০) কে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে বলে নিহতের স্বজনেরা জানান। 
স্বজনদের দাবি ছেলে মানিক হোসেন মাদকাসক্ত।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে পিতা আব্দুল মালেক তার নিজ বাঁশ বাগান থেকে বাঁশ কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। 
সে সময় তার ছেলে কে তার সাথে বাঁশ কাটতে যেতে বলা নিয়ে ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায় ছেলে মানিক হোসেন সামনে থাকা বাঁশ কাটার ধারালো কুড়াল দিয়ে পিতা আব্দুল মালেক কে কুপিয়ে পালিয়ে যায়। 
এতে ঘটনাস্থলেই পিতা আব্দুল মালেকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ  উদ্বার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।