আগুন লেগেছে আজ, নেভানো হবে কাল!

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৮:১৮ পিএম

আগুন লেগেছে আজ, নেভানো হবে কাল!

ছবি: সংগৃহীত

সুন্দরবনের কলমতেজী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয়দের নজরে আসে শনিবার (২২ মার্চ) সকালে। তবে বিকেল গড়িয়ে গেলেও ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। আগুন নেভানোর কাজে পানির সংকট অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম জানিয়েছেন, আগুন নেভানোর কাজ আগামীকাল রোববার (২৩ মার্চ) শুরু করা হবে।

অগ্নিকাণ্ড যাতে ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে, সে জন্য বনরক্ষীরা শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেন।

শনিবার সকালেই বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বন বিভাগ বিষয়টি নিশ্চিত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম জানান, শরণখোলা ও মোড়েলগঞ্জ ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কচুয়া থেকে আরও দুটি ইউনিটও সেখানে উপস্থিত হয়েছে।

ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া জানান, শনিবার সকালে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকায় ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে ধানসাগর স্টেশন কর্মকর্তাদের জানানো হয়।

বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম আশ্বস্ত করে বলেন, আতঙ্কের কোনো কারণ নেই। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার লাইন কাটা হয়েছে। তবে ভোলা নদী ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে থাকায় ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু করতে বিলম্ব হচ্ছে। আশা করা যাচ্ছে, আগামীকাল সকালেই ফায়ার সার্ভিস কাজ শুরু করতে পারবে।

সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. লায়ন ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের রেঞ্জের আশপাশে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুষ্ক মৌসুমে কঠোর নজরদারি বাড়ানো জরুরি। পাশাপাশি বন সংলগ্ন এলাকার বাসিন্দাদেরও সতর্কতা অবলম্বন করতে হবে।

প্রসঙ্গত, গত ২২ বছরে সুন্দরবনে ২৬ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরবি/একে

Link copied!