কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মুমুুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো আশিক খাঁ মুমুুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে।
জানা গেছে, চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের এডহক কমিটি নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী এ্যাটর্নী জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্তত ১০ গুরুত্বর আহত হয়।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়।
হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন রুপালী বাংলাদেশ কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনায় আশিক খাঁ নামে একজন নিহত হয়েছেন।আহতরা হাসপাতালে চিকিৎসাধীন,এদের মাঝে দুজনের অবস্থা আশংকাজনক।
ঘটনার সাথে জড়িতদের মাঝে দুজনকে ইতিমধ্যে আটক করে থানায় নিয়া আসা হয়েছে।বাকি অপরাধীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :