ঢাকা রবিবার, ২৩ মার্চ, ২০২৫

লুঙ্গির নিচে ছাগল চুরি, তিন যুবককে গণপিটুনি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৯:৫৯ পিএম
ছবি : ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহের মুক্তাগাছায় লুঙ্গির নিচে করে ছাগল চুরির অভিযোগে তিন যুবককে আটক করে স্থানীয়রা। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। তবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।

শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার বিন্নাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছাগল চুরির করে পালানোর সময় তিন যুববকে হাতেনাতে করে স্থানীয়রা। পরে বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয়।

স্থানীয়রা জানায়, অটোরিকশায় ছাগল চুরি করে পালানোর চেষ্টা করছিল ওই তিন যুবক। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেওয়া হয়। আটকের পর তাদের লুঙ্গির নিচ থেকে ছাগল উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন।