বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক নারীর গলা ও হাত পায়ের রগ কেটে হত্যার ঘটনায় মো. মারুফ (২৬) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার (২২ মার্চ) একটি স্বর্ণের কানের দুল বিক্রি করার জন্য দোকানে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে আটক করে গণধোলাই দিলে সে হত্যার ঘটনা স্বীকার করে।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে বিলের পাড় থেকে গরু আনতে গিয়েছিলেন তৈয়বা বেগম। এরপর আর ফিরে আসেননি। সন্ধ্যায় পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে বিলের পাড়ে তৈয়বার লাশ পড়ে থাকতে দেখেন।
লাশের গলা ও হাতের কবজি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তৈয়বা বেগমের কানে দুল পরা থাকলেও লাশ উদ্ধারের সময় দুল পাওয়া যায়নি বলে জানায় পরিবারের সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী বলেন, স্থানীয়রা মারুফ নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা পুলিশ তদন্ত করছে।
আপনার মতামত লিখুন :